মে ২০, ২০২৪

Jagoroni News

সত্যের সাথে প্রতিনিয়ত

যোগিপোলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাননাশের হুমকি মামলা

নিজস্ব প্রতিবেদকঃ নগরীর খানজাহান আলী থানাধীন যোগিপোলে এস এম জাহিদুল হক নামে এব ব্যক্তিকে তুচ্ছ ঘটনাবে কেন্দ্র করে বুকে, পিঠে, মুখে চড়, কিল, ঘুষি, মেরে তাকে নীলাফোলা জখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় ন্যায় বিচার চেয়ে আদালতে ফুলবাড়ীগেট যোগিপোল এলাকার মৃত মোবারক হোসেন এর পুত্র শেখ আশিকুর রহমান ও মৃত আমিনুল ইসলাম এর পুত্র মোঃ মনিরুল ইসলাম সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের নামে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগি এস এম জাহিদুল ইসলাম। মামলার এজাহার সুত্রে জানা যায় বাদীর স্ত্রী চম্পা আক্তারের নামীয় যোগিপোল মৌজার বি আর এস – ৪৩১৯ নং দাগের বাউন্ডারী দেওয়াল ঘেরা জমির মধ্যে গত ১২ মার্চ বিকাল আনুমানিক ৪ টার দিকে বিবাদীদ্বয় যোগিপোল বিআর এস খতিয়ানের ৪৩১৯ নং দাগের ০.০৬৫০ একর জমি ক্রয় সুত্রে মালিকানা প্রাপ্ত হয় জণৈক মরিয়ম সুলতানা । যার মিস কেস নং ৭৮৬/২০০৫—০৬ নং নামজারী কেসের মাধ্যমে নিজ নামে রেকর্ড করতঃ এবং শান্তিপুর্নভাবে ভোগদখলকার থাকেন। ফলে উক্ত জমিতে মরিয়ম সুলতানার নিজ স্বর্তের উর্দ্ধে বিরুদ্ধে দখলজনিত অপর একটি উত্তম স্বত্বের উদ্বব হয়। এ মতঅবস্থায় মরিয়ম সুলতানা তার ভোগদখলীয় যোগিপোল মৌজার বি,আর এস – ১৭৫ নং খতিয়ানে ৪৩১৯ নং দাগের ০.০৬৫০ একর জমির মধ্যে ০.০৫ একর জমি বিগত ২০১৯ সালের ৩ মার্চ ৫৪২ নং রেজিষ্ট্রিকৃত কবলা দলিলমুলে অত্র মোকাদ্দমার বাদীর স্ত্রী চম্পা আক্তারের বরাবর হস্তান্তর করেন। পরবর্তীতে মরিয়ম সুলতানা তার বাকী ০.০১৫০ একর জমি ২০২২ সালের ১২ সেপ্টেম্বর ২৬৬০ নং রেজিষ্টেকৃত কবলা দলিলমূলে অত্র মামলার বাদী চম্পা আক্তারের নিকট হস্তান্তর করেন । এ মতঅবস্থায় মামলার বাদীর স্ত্রী চম্পা আক্তার মিস ৪৮১৯/১৮/১৯ নং নামজারী কেসের মাধ্যমে বি আর এস ১৭৫ নং খতিয়ানের ৪৩১৯ নং দাগের জমির মধ্যে ০.৫ একর জমি পৃথক বি আর এস ২৭০৫ নং খতিয়ানে নিজ নামে নামসপত্তন করে। একইভাবে বাদীর স্ত্রী চম্পা আক্তার মিস —২৪২২ /২০২২—২৩ নং নামজারী কেসের মাধ্যমে বি আর এস ৪৩১৯ নং দাগে ০.০৬৫০ একর জমির চারিদিকে ইটের পাকা দেয়াল নির্মান করে সেখানে বেড়া দিয়ে টিনের ঘর ও বাথরুম নির্মান করে শান্তিপুর্নভাবে বসবাস করে আসলেও বিবাদীরা উক্ত জমিতে নিজস্ব পেশী বলে দির্ঘদীন যাবত জোরপুর্বক উক্ত জমি তাদের দখলের চেষ্টা করে আসছে বাদীর স্ত্রী আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত দ্বিতীয় পক্ষদের বিগত ২৭ ফেবু্রয়ারী তারিখে আদেশে নালিশী জমিতে প্রবেশ বারিত করেন অত্র মামলার ঘটনার তারিখে বিগত ১২ মার্চ মঙ্গলবার বিকাল আনুমানিক ৪ টার দিকে আসামিরা সহ অজ্হাতনামা ৫ থেকে ৫ জন লোহার রড, শাবল, হাতুড়ী, ধারাল দা দিয়ে অত্র মামলার খানজাহান আলী থানাধীন সরদার আহম্মদ আলী সড়কে অবস্থিত বাদীদের স্বত্ব দখলীয় যোগিপোল মৌজার বি আর এস – ৪৩১৯ নং দাগের পাকা দেওয়াল দিয়ে ঘেরা ০.০৬৫০ একর জমির প্লটের মধ্যে অনধিকার প্রবেশ করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বাদী এবং ২ নং স্বাক্ষীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এরপর আসামিরা বাদীর প্লটের দেওয়াল টিনের ঘড় এমনকি আসামিরা বাদীর প্লটে থাকা বাথরুম ভেঙ্গে ফেলে বাদীর সাইনবোর্ড খুলে তাদের সাইনবোর্ড লাগিয়ে দিয়ে প্রাননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2024 All rights reserved. | Jagoroninews. | Newsphere by AF themes.