মে ২০, ২০২৪

Jagoroni News

সত্যের সাথে প্রতিনিয়ত

খুলনার শিরোমনি হাফিজিয়া মাদরাসা বিশেষ শাখার নাযেরাহ্ হিফজ সবক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ হাফেজদের অভিভাবকরা পৃথিবীর শ্রেষ্ঠ অভিভাবক। হিফজ শেষ করলেই তাদের দায়িত্ব শেষ হয় না; বরং তাদেরকে ঘরে—বাইরে হাফেজ সন্তানদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার বড় চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়। গতকাল সকাল সাড়ে ৯ টায় খুলনার ঐতিহ্যবাহী শিরোমনি হাফিজিয়া মাদরাসা বিশেষ শাখার নাযেরাহ্ হিফজ সবক অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। মাদরাসার মোহতামিম হাফেজ মোঃ ইব্রাহিম ।অনুষ্ঠানের সজ্ঞালক শিরোমনি হাফেজিয়া মাদরাসার বিশেষ শাখার প্রধান হাফেজ নাসির মাহমুদ বলেন, হাফেজদের উপযুক্ত মর্যাদা দেওয়ার সামর্থ পৃথিবীর কারোর নেই। একমাত্র মহান আল্লাই হাফেজদের উপযুক্ত মর্যাদা দেবেন। তিনি বলেন, পবিত্র কুরআন তিলাওয়াত মুমিনের হৃদয় আলোকিত করে। কুরআন তিলাওয়াত করলে জান্নাত ও জাহান্নামের চিত্র চোখের সামনে ভেসে ওঠে। কুরআন তিলাওয়াতে অশান্ত হৃদয়ে প্রশান্তি মেলে। কুরআনে কারিমই একমাত্র কিতাব, যা পাঠ করার সঙ্গে সঙ্গে মানুষের মনে আল্লাহ তায়ালার ভয় সৃষ্টি হয়। যারা সব কিছুতে আল্লাহর ওপর ভরসা করেন, তারা কুরআন কারিম তিলাওয়াত করে আনন্দ পান। এসময় মাদরাসার অভিভাবক , শিক্ষক ও শিক্ষর্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য মাদরাসা প্রতিষ্ঠার পর থেকে এবছর সব থেকে বেশি শিক্ষার্থী ১০৬ জন নাযেরাহ্ হিফজ সবক নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © 2024 All rights reserved. | Jagoroninews. | Newsphere by AF themes.